বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী নভেল করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর নতুন কেন্দ্রস্থল ইউরোপ। ইউরোপের মধ্যে ভাইরাসটি সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইতালিতে। এরপরই আছে স্পেন। নজিরবিহীনভাবে সবচেয়ে উজ্জীবিত, উষ্ণ ও জনবান্ধব দেশ হিসেবে পরিচিত ইতালি অবরুদ্ধ হয়ে আছে। জনগণকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইতালি থেকে বেড়াতে আসা একটি দলের মাধ্যমে ভাইরাসটি ভারতে এসেছিল বলে জানা গেছে। ইউরোপ থেকে, বিশেষত ইতালি থেকে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আজ মধ্যরাত থেকে বাংলাদেশেও এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.