কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাঁচ বছর ধরে ফাইলবন্দি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১৯:৪৫

প্রায় পাঁচ বছর ধরে ফাইলবন্দি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর নির্মাণ প্রকল্প। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ যাদুঘর নির্মাণের কথাছিল। ২০১৪ সালের দিকে রাজশাহীতে কারা একাডেমি নির্মাণ প্রকল্প হাতে নেয়ার সময় এ যাদুঘর প্রকল্পটিও নেয় কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে এগিয়ে চলেছে কারা একাডেমি নির্মাণকাজ। কিন্তু ফাইলই নড়েনি যাদুঘর নির্মাণ প্রকল্পের। সেই ফাইলের হদিস নেই রাজশাহী গণপূর্ত দপ্তরে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় কারাবন্দি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন বঙ্গবন্ধু। এক সময় বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদও তার সঙ্গে একই সেলে কারাবন্দি ছিলেন। কারাগারের যে সেলে বঙ্গবন্ধু ছিলেন সেখানেই ওই জাদুঘর নির্মাণের প্রস্তাব দেয় কারা কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এর নির্মাণ কাজ শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন। তার দাবি, তিনি সম্প্রতি এ কারাগারে যোগদান করেছেন। এ নিয়ে কিছুই জানা নেই তার। আগের জেল সুপার বিয়ষটি তাকে অবগত করেও যাননি। ফলে এ প্রকল্পের অগ্রগতিও জানা নেই তার। শুরুর দিকে বিষয়টি দেখভাল করছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর। তিনিও দেড় বছর আগে অন্যত্র বদলি হয়ে গেছেন। প্রকল্প প্রস্তাবনার বছর খানেকের মাথায় নির্বাহী প্রকৌশলী জানিয়েছিলেন, স্থাপত্য বিভাগ থেকে তারা নকশা অনুমোদন পাননি। ফলে বাজেট প্রণয়নসহ নির্মাণ প্রক্রিয়া শুরই করতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও