ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও আলোচিত অভিনেত্রী পরী মণি। পর্দায় এ দুজনের চমৎকার রসায়ন ও পর্দার বাইরের খুনসুটি বলে দেয়, তাঁদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। এবার তাঁরা যাত্রা করেছেন লঞ্চে, সেখানেই কাটবে ২৫ দিন। তাঁদের সঙ্গে আছেন ১২০ জনের একটি শুটিং দল। তবে আনন্দভ্রমণ নয়, কাজের প্রয়োজনে লঞ্চ ভ্রমণ করতে হচ্ছে সিয়াম-পরীর। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার দৃশ্যায়ণের প্রয়োজনেই সিয়াম-পরীর এই লঞ্চ ভ্রমণ। আবু রায়হান জুয়েল বলেন, ‘দুদিন ধরেই আমরা লঞ্চে কাটাচ্ছি। ১৪ মার্চ সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে মোট ১২০ সদস্য নিয়ে লঞ্চে যাত্রা শুরু করি। এটা অন্যরকম এক অ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.