তেহরান বন্ধ করে দেয়ার গুজব নাকচ করলেন রুহানি

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ০২:১৮

ইরানের রাজধানী তেহরান এবং আরো কয়েকটি শহর সামগ্রিকভাবে বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। সরকারের অর্থনৈতিক ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে আজ রবিবার এক বৈঠক শেষে প্রেসিডেন্ট রুহানি বলেন, কোনো শহরকে কোয়ারেন্টিন করা হবে না বরং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলছে। আজকের বৈঠকে ইরানের বেসরকারি খাতের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, তেহরানসহ বিভিন্ন শহর কোয়ারেন্টিন করে ফেলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে যে, তেহরান এবং আরও কয়েকটি শহর বন্ধ ঘোষণা করা হবে। এগুলো আসলে সত্য নয়।
তিনি বলেন, তেহরান কিংবা অন্য কোন শহরকে কোয়ারেন্টিন করা হবে না; সেটি নববর্ষের আগেও না, পরেও না। আগামী ২০ মার্চ থেকে ইরানি নববর্ষের ছুটি শুরু হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও