![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_223544_2.jpg)
১ ট্রিলিয়ন ডলার খুইয়েছেন বিশ্বের শীর্ষ ধনীরা
বণিক বার্তা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২০, ১১:২৬
নিউইয়র্ক থেকে প্যারিস, সাও পাওলো থেকে হংকং বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ খোয়ানোর এমন ঘটনা নজিরবিহীন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী বৃহস্পতিবার ৩৩ হাজার ১০০ কোটি ডলার হারিয়েছন। এতে চলতি বছরে এখন পর্যন্ত তাদের অর্থ হ্রাসের পরিমাণ ৯৫ হাজার কোটি ডলার ছাড়াল। খবর ব্লুমবার্গ।