কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ডার বন্ধ সন্ধ্যায়, আখাউড়ায় সকালেই ঢুকতে দিচ্ছে না বিএসএফ

সময় টিভি প্রকাশিত: ১৩ মার্চ ২০২০, ১২:১৭

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে পর্যটন, মেডিকেল, ব্যবসায়ী ভিসাধারী বাংলাদেশি যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অথচ সন্ধ্যা ৬টা পর্যন্ত যাওয়া যাবে বলে বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ভারতীয় হাইকমিশন। যাত্রীরা জানান, আজ (শুক্রবার) বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তারা ভারত প্রবেশে ছাড়পত্র পেলেও সকাল থেকে কাউকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। ফলে দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতগামী অন্তত কয়েকশ’ যাত্রী। তবে দু’দেশে পূর্বে অবস্থান করা যাত্রীরা নিজ নিজ দেশে ফিরে যেতে কোনো ধরনের বাধা দেয়া হচ্ছে না। বাংলাদেশের ইমিগ্রেশনে আটকেপড়া যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তারা কেউ চট্টগ্রাম, কেউ সিলেট থেকে এসেছেন। তারা চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্যে ভারতের আগরতলা থেকে বিমানের টিকেট কেটে রেখেছেন। আজ যাত্রীদের প্রবেশ করার জন্যে অনুমতি থাকলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও