মিউচুয়াল ফান্ড নিয়ে কারসাজি!
মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে কৃত্রিম সংকট সাজিয়ে শেয়ারের দাম বাড়ানো ও কারণ ছাড়া অব্যাহত বিক্রির মাধ্যমে দাম কমানোর অভিযোগে দুই অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির সাত কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলা করেছে আরেক অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানি। সম্প্রতি ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম-এর আদালতে এই মামলা করা হয়। যাতে সাত কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলার সূত্র ধরে অভিযুক্ত সাত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আগামী ২৮ মে ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম-এর আদালতে তাঁদের হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, শেয়ারের মূল্য কারসাজির কারণ দেখিয়ে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে মামলা করেছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিয়াজ ইসলামের দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী ইমাম, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম। অন্য পাঁচজন ব্যক্তি হলেন আসাদ খান, আসিফ খান, শাহেদা শারমিন, মাসুদ খান ও ওয়াসিম খান। অভিযুক্তরা বলছেন, ফান্ডের ম্যানুপুলেশন নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।