মেয়েদের ফুটবল লিগে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেই গোলের হাফসেঞ্চুরি (৫১ গোল) করে ফেলেছেন কিংসের মেয়েরা। বিপরীতে এখনও নিজেদের জাল অক্ষত রেখেছে সাবিনা খাতুনের দল।