![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/12/e36e350a6473f3b0ca45ffaa51fad0e6-5e69cf4c393e0.jpg?jadewits_media_id=1516594)
আমার ভুলের দায়ভার আমারই: শ্রুতি হাসান
প্রথম আলো
প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ১৫:০০
বাবা অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্র জগতে পা রাখা খুব একটা কষ্টকর ছিল না শ্রুতির জন্য। তবে গায়িকা হতে চেয়েছিলেন এই তারকাকন্যা। মাত্র ছয় বছর বয়সে গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অভিনয় জগতেও শ্রুতির হাতেখড়ি হয় ছোটবেলায়। থিতু হন অভিনয়েই। এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি প্রথম সারির নায়িকাদের একজন। বলিউডেও অভিনেত্রী হিসেবে তাঁর নাম আছে। সম্প্রতি শ্রুতিকে দেখা...