![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/12/def80155b925c377ffe20d8289fb05b2-5e69d1d500002.jpg?jadewits_media_id=1516599)
বড় আদর্শ নিয়ে কাজে কর্তব্যবোধ থাকতে হয়
এই কর্তব্যবোধের প্রসঙ্গে ফজলে হাসান আবেদের কথা বলি। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। ১৯৭১ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। তখন তিনি যা করছিলেন, সেটা তাঁর নিছক দায়িত্ব ছিল না। পরবর্তীকালে তিনি যা করলেন, সেটাও নিছক দায়িত্ব ছিল না। কর্তব্যবোধের তাগিদে তিনি এসব করেছেন। আমি মনে করি, আমাদের যে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক প্রগতি, তা নিহিত আছে আমরা নিজেদের দায়িত্ব কতটা পালন করি এবং মানবিক কর্তব্য আমরা ক
- ট্যাগ:
- মতামত
- কর্তব্য
- কাজ
- আদর্শ
- অমর্ত্য সেন