![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2020/03/11/image-287954-1583932686.jpg)
মেয়েকে নিয়ে ট্রোলের কড়া জবাব দিলেন কাজল
যুগান্তর
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ১৯:১৩
কখনো পোষাক নিয়ে আবার কখনো গায়ের রং নিয়ে ট্রলের শিকার হতে হয়েছে বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসাকে। সম্প্রতি নাইসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হয়। আর এসব ট্রলের কড়া জবাব দিলেন নাইসার মা বলিউড অভিনেত্রী কাজল।