![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/11/be0d1ce4402d59b547a6b136c9b8aae1-5e67d931eac66.jpg?jadewits_media_id=1516290)
মাঝপথ থেকে ফিরতে হচ্ছে সৌদিগামী ৬৮ বাংলাদেশিকে
প্রথম আলো
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ০০:১১
করোনাভাইরাসের কারণে যাতায়াত বন্ধ করায় বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েছেন সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি। সোমবার এই তারা ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেন। সংযোগ ফ্লাইটে তাদের কর্মস্থল সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৌদি আরব আগেই বাহরাইনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওই ৬৮ যাত্রীর মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী। তাঁদের মধ্যে ১৫ জন নতুন ভিসায় ও ৫৩ জন দেশে ছুটি...
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরতের নির্দেশ
- ঢাকা
- যশোর