ভুট্টা থেকে তেল উৎপাদন করতে পারলে দেশ সোনার বাংলায় পরিণত হবে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ২১:৪৪
ভুট্টা থেকে স্বাস্থ্য সম্মত কর্ন ওয়েল বা তেল উৎপাদন করা সম্ভব। এই কর্ন ওয়েল উৎপাদন করা গেলে বিদেশ থেকে আর তেল আমদানী করতে হবে না। এতে বৈদেশিক মুদ্রাও বাঁচবে এবং এর উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকরা বেশী লাভবান হবেন। আর এই ভুট্টা থেকে কর্ন ওয়েল বা তেল উৎপাদন করতে পারলে বিদেশ থেকে তেল আমদানী করতে হবে না। বরং
- ট্যাগ:
- বাংলাদেশ
- তেল শোধনাগার
- ভুট্টা
- ঢাকা