মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান দেশে-বিদেশে একসঙ্গে প্রচার হবে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছেন, মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান দেশে-বিদেশে একসঙ্গে প্রচার করা হবে। করোনা ভাইরাসের কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জনসমাগম পরিহার করতে জাতীয় প্যারেডগ্রাউন্ডে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে না। এর পরিবর্তে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান করা হবে। পুনর্বিন্যাস করা এ অনুষ্ঠান কীভাবে হবে সে সম্পর্কে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান তিনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন- বাংলাদেশে একটি নির্দিষ্ট সময়ে একটি বিশেষ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে। সেটি সব টেলিভিশনের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে সম্প্রচারিত হবে এবং একইসঙ্গে সারা পৃথিবীতে।উদ্বোধন অনুষ্ঠানের জন্য দেড় থেকে দুই ঘণ্টার টেলিভিশন অনুষ্ঠান হবে জানিয়ে কামাল চৌধুরী বলেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানটির যেভাবে ডিজাইন করা হয়েছিল, সেটিকে মোটামুটি একটি অবস্থায় রেখে চিন্তা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে দেড় থেকে দুই ঘণ্টার একটি টিভি প্রোগ্রাম তৈরি করা হবে।