তার হাতের জাদুতেই নষ্ট গাড়ি ঠিক হয় মুহূর্তেই
মোটর মেকানিক পেশায় পুরুষদেরকেই কাজ করতে দেখা যায়। তবে এই কাজটি এখন আর শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন নারীরাও পুরুষদের পাশাপাশি সব পেশায় নিযুক্ত রয়েছেন। তেমনই এক নারী রাবেয়া সুলতানা রাব্বি। সবাই তাকে রাব্বি আপা নামেই চেনে। মোটর মেকানিক হিসেবে কেয়ার বাংলাদেশে কাজ করছেন রাব্বি। প্রথমে রাবেয়া সুলতানা রাব্বির ইচ্ছে ছিল না মোটর মেকানিক হওয়ার। দারিদ্রতার কষাঘাতেই আজ তিনি এ কাজে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। সংসারে অনেক অভাব, বাবা-মায়ের কষ্ট অন্যদিকে বড় ভাইয়েরাও সংসারের খরচ না দেয়াই এই কাজে নামেন রাব্বি। অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি রাবেয়া সুলতানা। ২০০৩ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। ফরম ফিলআপের টাকা রাব্বির বাবা জোগাড় করতে পারেনি তাই এসএসসি পরীক্ষাও আর দেয়া হয়নি। পড়ালেখা থেকে ছিটকে পড়েন তিনি। অতঃপর দিনাজপুরের একটি এনজিওতে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন রাব্বি।