বধূ বেশে নিথর দেহে মায়ের কাছে ফিরল সুইটি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ২০:৫১

লাল শাড়ি, গয়না, নাকের নোলক, কপালে টিপ দিয়ে সাজিয়েছিলেন মেয়েকে। মেয়ের সুন্দর একটা সংসার হবে এমন আশায় মেয়েকে পাঠিয়েছিলেন শ্বশুড় বাড়ি। স্বামীর ঘরে একদিন থাকলও তার মেয়ে। কিন্তু পরদিনই চোখের জলে বুক ভাসল মায়ের। যেই সাজে সুইটি খাতুন পুর্ণিমা শ্বশুড়বাড়ি গিয়েছিল সেই সাজেই ফিরে এলো নিজের বাড়িতে। তবে সকল বন্ধন ছিন্ন করে লাশ হয়ে ফিরল তার মায়ের বুকে। গত শুক্রবার সন্ধ্যায় সুইটি শ্বশুড়বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে কনেপক্ষকে বহনকারী দুটি নৌকা নগরীর শ্রীরামপুরের বিপরীতে পদ্মায় ডুবে যায়। চারদিন পর আজ সোমবার সকালে সুইটির লাশ ভেসে ওঠে। এর আগে আরো সাতজন নিখোঁজ ছিল। তাদেরকে বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে। তাদের কেউ জীবিত নেই। সুইটির লাশ উদ্ধারের মাধ্যমে উদ্ধারকার্য সমাপ্ত হল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর সাহাপুর এলাকায় শাড়ি-গয়না পরা নববধূ সুইটির লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে শ্রীরামপুর এলাকায় নদীরপাড়ে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও