লিটনের ফিফটি, ৪১ এ ফিরলেন তামিম

ঢাকা টাইমস প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৮:৫২

টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপুটে পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ।  টি-টোয়েন্টিতেও দারুণ সূচনা করেছিল বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। রেকর্ড ভাঙা গড়ার লড়াইয়ে লেগে থাকা এই ব্যাটসম্যানদ্বয় প্রথম টি-টোয়েন্টিতেও সমানতালে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু থামতে হলো তামিমকে, ৪১ এ ফিরলেন সাজঘরে। তামিম ফিরলেও থামেননি লিটন। ইতোমধ্যেই সিরিজের প্রথম ফিফটিটি নিজের করে নিয়েছেন তিনি। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত সূচনা হয়। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বেধড়ক পিটিয়ে দুজনই চল্লিশের কোটা পার করেন। কিন্তু মাধাভেরে বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইলিয়ামসের হস্তগত হন তামিম। মাঠ ছাড়ার আগে ২টি ছক্কা ও ৩টি চারের মাধ্যমে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন এই টাইগার ওপেনার। এদিকে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করছেন ওয়ানডের সর্বোচ্চ রানধারী লিটন দাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও