![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2020/03/09/image-287123-1583738205.jpg)
জুতার ছাপে ধরা পড়ল মিরাজের বাসার চোর
যুগান্তর
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৩:১৪
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কাফরুলের বাসার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে একজন এখনও অধরা। চোরের জুতার ছাপ দেখে চোর শনাক্ত করা হয়েছে বলে জানান কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।