জিকে শামীমের জামিন হয় অথচ খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে রাখা হয়: নিপুণ রায়

যুগান্তর প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ১৫:২৪

বিতর্কিত টেন্ডার ব্যবসায়ী ও ক্যাসিনোকাণ্ডে যুবলীগ থেকে বহিষ্কার হওয়া জিকে শামীমের অস্ত্র মামলায় ছয় মাসের জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। শনিবার নিজের ফেসবুক পেজে জিকে শামীমের জামিনবিষয়ক পত্রিকার একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। সেখানে নিপুণ রায় লেখেন– ‘নিজেদের দলের চোর-ডাকাতদের জামিন হয় অথচ তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় বছরের পর বছর আটকে রেখেছে আওয়ামী সরকার শুধু এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে।’ আরকেটি স্ট্যাটাসে বিএনপির এই নেত্রী লেখেন– ‘রাষ্ট্রপক্ষ কেবল জানে কীভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে ভুয়া মামলায় অন্যায়ভাবে জোরপূর্বক আটকে রাখা যায়।’ প্রসঙ্গত যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমের অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও