![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F07%2Fgazipur-deadbody_1.jpg%3Fitok%3DhR4km55r)
মুক্তিপণ দিয়েও ছেলের লাশ পেলেন বাবা
এনটিভি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১৮:০০
অপহরণের দুদিন পর আজ শনিবার সকালে গাজীপুরের মিরেরগাঁও এলাকা থেকে মাদ্রাসাছাত্র ইব্রাহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিম রাজধানীর হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল। হাজারীবাগ এলাকা থেকেই তাকে অপহরণ করা হয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, আজ সকালে সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকার রেললাইনের পাশে ইব্রাহিমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- মুক্তিপন
- গাজীপুর