![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/07/image-135617-1583577876.jpg)
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ‘জয় বাংলা কনসার্ট’
ইত্তেফাক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১৬:৪১
মুজিববর্ষে আরো একবার ফিরে এসেছে ‘জয় বাংলা কনসার্ট’। আজ (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। এই কনসার্টে মঞ্চ মাতাবে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় ১১ ব্যান্ডদল। এরই মধ্যে ৫ ইউনিভার্সি ব্যান্ড দল ও এফ মাইনর ব্যন্ডদল গান পরিবেশন করেছে। এখন মঞ্চ মাতাচ্ছে মিনার রহমান। কনসার্টটি ইত্তেফাক ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
- ট্যাগ:
- বিনোদন
- জয়বাংলা কনসার্ট
- ঢাকা