![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F07%2Fnusrat-jahan.jpg%3Fitok%3DQlBPI4lT)
‘আপনি না মুসলিম!’ সিঁদুর পরে তোপের মুখে নুসরাত
এনটিভি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১১:৩৫
পরনে সোনালি কারুকাজশোভিত লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। বুকের ওপর এলিয়ে পড়া চুল। মায়াভরা চাহনি। সম্প্রতি এমন লুক প্রকাশ্যে এনেছেন কলকাতার বাংলা ছবির নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। আর সে ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের সমালোচনার ঝড় অন্তর্জালে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ওই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মুসলিম হয়ে কীভাবে নায়িকা সিঁদুর পরলেন। কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নন?’ কেউ আবার লিখেছেন, ‘মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।’ তবে এটি নুসরাত জাহানের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’র শুটিংয়ে বোলপুরে গি
- ট্যাগ:
- বিনোদন
- সিঁদুর
- বিদ্রূপ
- ভারতীয় তারকা
- নুসরাত জাহান
- ভারত