রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা

বার্তা২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৯:০৫

২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ং মী কিমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে ইয়ং মী কিম জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কো হস্তক্ষেপ করার জন্য কোনো প্রচারণা শুরু করেনি। তবে দেশটির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো কাজ করা শুরু করেছে ও তাদের শনাক্ত করা কঠিন হবে।


প্রতিবেদনে কিম আরও জানান, রাশিয়ার সঙ্গে যুক্ত গোষ্ঠীটি জাতি সম্পর্কিত, বন্দুক আইন ও অভিবাসন নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভাজন মূলক পোস্ট করছে। তারা বিভিন্ন অভিনেতার নাম দিয়ে বিভিন্ন পেজ খুলে এমনটা করছে। যেমনটি তারা ২০১৬ সালের নির্বাচনের সময়ও করেছিল। তখনও মস্কো একইভাবে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও