হামলায় শতাধিক যুদ্ধবিমান ব্যবহারের দাবি ইসরায়েলের, ইরান বলছে ড্রোন
ইরানে হামলায় অত্যাধুনিক এফ-৩৫'সহ শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আজ শনিবার দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় রাডার লক্ষ্যবস্তুতে ইসরায়েলের প্রাথমিক হামলার লক্ষ্য ছিল ইরানের সক্ষমতাকে 'অন্ধ' করে দেওয়া এবং এর পরপরই ইরানের রাজধানী তেহরান ও পাশের কারাজ শহরে 'সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে' হামলা করা।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা এড়িয়ে গেছে। কেননা এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালাতে পারে।
প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে ইরানের সামরিক লক্ষবস্তুতে এই হামলায় এফ-৩৫ 'আদির' স্টিলথ ফাইটারসহ শতাধিক যুদ্ধবিমানকে কাজে লাগানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।