কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিদিন ১৮ কিলোমিটার যানজট!
এনটিভি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৭:০০
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশের কোম্পানীগঞ্জ, চরবাকর, কংশনগর বাজার ও দেবপুর এলাকা পর্যন্ত প্রতিদিনই প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেবিদ্বারের বাসিন্দা সাইফুল ইসলাম ও কোম্পানীগঞ্জের এন এ মুরাদ বলেন, বিকল্প সড়ক না রেখে এবং ফুটপাত দখলমুক্ত না করে রাস্তার একপাশ সম্পূর্ণ বন্ধ করে সংস্কারকাজ করার কারণেই যানজট লেগে আছে। বিশেষ করে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রাক্টরের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এসব ট্রাক্টর গোমতীর চর থেকে মাটি নিয়ে বেড়িবাঁধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা প্রয়োজন। মির