পাবনায় ইউএনও সেজে মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা
পাবনার চাটমোহরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেজে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুনের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সুফিয়া খাতুন যুগান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় পৌর শহরের লাইসেন্স পরিদর্শক বাকি বিল্লাহ ফোন দিয়ে বলেন, ‘আপা আপনার বেকারিতে অ্যাসিল্যান্ডসহ ভোক্তা অধিকারের লোকজন যেতে পারে। কারখানা পরিস্কার পরিচ্ছন্ন করে রাখেন। তাছাড়া জরিমানা করতে পারে।’ এর দুই মিনিট পর ০১৯১০-৫৪১৯৩৯ নাম্বার থেকে নিজেকে ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে সুফিয়া খাতুন পরিচালিত বালুচর এলাকায় ‘বিপাশা বিস্কুট বেকারী’তে চাটমোহরের ইউএনওসহ অভিযান চালানো হবে বলে জানানো হয়। তবে ২০ হাজার টাকা দিলে দিলে বেকারীতে যাবেন না বলে জানানো হয়। এরপর ভয় পেয়ে সুফিয়া খাতুন ওই নাম্বারে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেন। এর কিছুক্ষণ পর তাকে আরও ১০ হাজার টাকা চাইলে সুফিয়া খাতুনের সন্দেহ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.