ত্বকী হত্যার ৭ বছর, অভিযোগপত্র আলোর মুখ দেখেনি আজও
এনটিভি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৩:৫৫
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছর পূর্ণ হচ্ছে আজ। কিন্তু রহস্যজনক কারণে থমকে আছে বিচার। হত্যাকাণ্ডের এক বছরের মধ্যে র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, খুনের সঙ্গে জড়িতদের তারা চিহ্নিত করতে পেরেছে, অচিরেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। কিন্তু সে অভিযোগপত্র আজও আলোর মুখ দেখেনি। হত্যার দ্রুত বিচার চায় হতাশ, ক্ষুব্ধ ত্বকীর পরিবারসহ এলাকাবাসী। ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ লেভেল’ শেষ বর্ষের মেধাবী ছাত্র ত্বকী। দুদিন পর শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ত্বকী হত্যাকাণ্ড
- অভিযোগপত্র