কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাটিংয়ে বাংলাদেশ, নাঈম-আফিফের অভিষেক

সমকাল প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৩:৪৯

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা শেষ ম্যাচ খেলতে নামছেন। তার নেতৃত্বের শেষের মধ্য দিয়ে সমাপ্তি টানা হচ্ছে একটা অধ্যায়ের। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারেও সমাপ্তি কি-না সেই প্রশ্ন তোলা রইল। ক্যারিয়ারের শেষ টসে হেরেছেন মাশরাফি। তবে আগের দুই ম্যাচের মতো ব্যাটিং পেয়েছেন টাইগার অধিনায়ক।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দলে তাই পরিবর্তন আসছে এই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শেষ ওয়ানডের ম্যাচে দলে ঢুকেছেন নাঈম শেখ ও আফিফ হোসেনের। তাদের এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো। এছাড়া পেস আক্রমণে ফেরানো হয়েছে মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনকে।মুশফিকুর রহিমকে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম নেওয়া হবে সেটা আগেই জানানো হয়েছে। অনুমিতভাবেই নেই তিনি। এছাড়া প্রথম দুই ম্যাচের দলে থাকা নাজমুল শান্তকে রাখা হয়েছে একাদশের বাইরে। তিনি শুরুর দুই ম্যাচে তিনে ব্যাট করেছিলেন। তার জায়গায় রাখা হয়েছে নাঈম শেখকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও