![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/06/c6916453176cbd78357c1525258b8e4b-5e61d468eeb6e.jpg?jadewits_media_id=1514902)
ভাগলেন বিধায়ক, বিপাকে কংগ্রেস
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১০:৩৯
ভারতের মধ্যপ্রদেশ থেকে অন্তর্হিত চার কংগ্রেস বিধায়কের একজন রাজ্য বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাঁর নাম হারদীপ ড্যাং। স্পিকার এনপি প্রজাপতিকে তিনি লিখেছেন, দ্বিতীয়বারের মতো জনসমর্থন নিয়ে এমএলএ নির্বাচিত হলেও তাঁর দল ক্রমাগত তাঁকে অবহেলা করেছে। দুর্নীতিবাজ সরকারের অংশ হওয়ায় কোনো মন্ত্রী কাজ করতে রাজি নন।