যেসব সব ভুল ধারণা না ভাঙলে করোনা মোকাবিলা করা যাবে না
এনটিভি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৯:৪৫
চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্ক যেন থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসজনিত রোগ সারানোর সরাসরি কোনো ওষুধ নেই বলে এই আতঙ্ক আরো বেশি করে চেপে ধরছে সবাইকে। আর এসব আতঙ্কের আগুনে ঘি ঢালছে সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল ধারণা বা মিথ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এরই মধ্যে জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা। করোনা নিয়ে কী কী ভুল ধারণা এখনই ভেঙে না ফেললে ভাইরাসটি মোকাবিলা করা যাবে না, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। চলুন জানা যাক করোনা নিয়ে