নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি ২০ মার্চ ভোরে
২০১২ বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হন। ওই বছরের ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহসের পরিচয় দেওয়ায় ভারতের গণমাধ্যম তাকে 'নির্ভয়া' নামে অভিহিত করে।বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত ৪ ধর্ষকের ফাঁসি আগামী ২০ মার্চ (শুক্রবার) সকাল ৫:৩০ মিনিটে কার্যকর করেছে দিল্লির একটি আদালত। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অভিযুক্ত হলেন-মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত।এনডিটিভির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার নতুন করে ফাঁসির খবরে নির্ভয়ার মা আশা দেবী বলেন, আশা করি এটাই চূড়ান্ত দিন। এর কোনও নড়চড় হবে না। মৃত্যুর আগে মেয়ে ওই চার জনের চরম সাজা চেয়েছিল। যাতে দৃষ্টান্ত স্থাপন হয়। এমন অপরাধ যাতে আবার না ঘটে এমনটাই চেয়েছিল মেয়ে।' একই মন্তব্য করেন নির্ভয়ার বাবা বদ্রিনাথের গলাতে। নির্ভয়ার বাবা বুধবার আশা প্রকাশ করে বলেন, হয়তো এই মাসেই ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়া কাণ্ডের চার অপরাধীকে।