You have reached your daily news limit

Please log in to continue


দিল্লি হিংসা: আইটি সেলের স্বয়ংসেবকদের গানে তোপ রূপমের

ধর্ম যখন তার সীমা অতিক্রম করে আঘাত হানে সাধারণ মানুষের উপর তখন গর্জে ওঠে কলম। গর্জে ওঠে শিল্পীর কন্ঠ। বেশ কয়েকদিন ধরেই টালমাটাল দেশ। পুড়ছে সভ্যতা। একদল ধর্মান্ধ আর দাঙ্গাবাজ মৌলবাদীদের হাতে দিল্লিতে খুন হলেন কিছু সাধারণ মানুষ। নিষ্পাপ মন চোখের সামনে খুন হতে দেখল তার বাবাকে। আর মা হারাল তার সন্তানকে।কেন হল, কিসের জন্য এই আঘাত তার উত্তর নেই। দিল্লির হিংসায় এবার গান বাঁধলেন রূপম ইসলাম। কোথা থেকে আসছে এই দাঙ্গাবাজরা, কেনই বা তারা এভাবে আঘাত হানছে, স্বদেশ প্রেম বলতে আমরা তাহলে কি বুঝি, এসবের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন তিনি। সঙ্গে সরাসরি তোপ দাগলেন আইটি সেলের দিকেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন