![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F05%2Fgas.jpg%3Fitok%3DgDMrHsuA)
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপেও গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স
এনটিভি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৩:৪০
কুমিল্লায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়ার মাত্র একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নতুন খননকৃত কূপেও গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ কবীর জানান, শ্রীকাইল পূর্ব-১ জোনের অধীন ওই গ্যাসকূপে প্রাথমিক পরীক্ষণ কাজ গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ সম্পন্ন হয়েছে। নতুন এ গ্যাসকূপ থেকে প্রতিদিন অন্তত ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে কূপের প্রাথমিক পরীক্ষণ কাজ শুরু হয়েছিল। কূপের পাইপ তিন হাজার ৪৮২ মিটার মাটির তলদেশে যাওয়ার কথা থাকলেও