সাবেক সাংসদকে কারাগারে পাঠানোর পরেই বিচারক বদলি ভয়াবহ দৃষ্টান্ত
দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রীর জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে বিচারকের বদলি ও পরে ভারপ্রাপ্ত জজের জামিন মঞ্জুরের ঘটনা অধস্তন আদালতে ভয়াবহ দৃষ্টান্ত বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টিআইবি এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়। একই সঙ্গে এ ঘটনার প্রেক্ষিতে দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের সম্ভাবনা বিকাশের স্বার্থে বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘দুদকের মামলায় জেলা ও দায়রা জজ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তাঁর স্ত্রীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিচারককে ওএসডি ও বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ কর্তৃক জামিন মঞ্জুরের ঘটনা অভূতপূর্ব।