দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রীর জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে বিচারকের বদলি ও পরে ভারপ্রাপ্ত জজের জামিন মঞ্জুরের ঘটনা অধস্তন আদালতে ভয়াবহ দৃষ্টান্ত বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টিআইবি এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়। একই সঙ্গে এ ঘটনার প্রেক্ষিতে দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের সম্ভাবনা বিকাশের স্বার্থে বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘দুদকের মামলায় জেলা ও দায়রা জজ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তাঁর স্ত্রীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিচারককে ওএসডি ও বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ কর্তৃক জামিন মঞ্জুরের ঘটনা অভূতপূর্ব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.