যেসব বস্তুর মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস, জেনে নিন
এনটিভি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৫:১৫
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাস্থ্য কর্মকর্তারা যখন প্রাণপণ লড়ে যাচ্ছেন, ঠিক তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিল—ব্যাংকনোটের বা কাগুজে মুদ্রার মাধ্যমে ছড়াতে পারে এই মরণঘাতী ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ব্যাংকনোট একজন থেকে আরেকজনের হাতে পৌঁছে যায়। এসব নোট যাবতীয় ব্যাকটেরিয়া ও ভাইরাস বহন করতে পারে। আমরা সবাইকে ব্যাংকনোট লেনদেন করার পর নিজেদের হাত ধুয়ে নিতে এবং এর আগে হাত দিয়ে মুখমণ্ডল স্পর্শ না করার পরামর্শ দিচ্ছি।’