এখন হাত মেলাতেই ভয়
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৬:১৪
হাতে হাত মেলানো? না, চলবে না। চিবুক ছুঁইয়ে আদর? মোটেও না। আর আলিঙ্গন তো নয়ই। এর বদলে চোখে চোখ রেখে কথা বলুন, হাতের ইশারায় কাজ সারুন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিশ্বজুড়ে মানুষের প্রচলিত এমন অনেক সৌজন্য ও আচরণ পরিবর্তনেরই কথা বলা হয়েছে।