একসঙ্গে তিন সন্তান, কোলে নিলেন ইউএনও
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৫:৫০
লালমনিরহাটের হাতীবান্ধায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। খবর পেয়ে ছুটে গিয়ে তিন নবজাতককে কোলে তুলে নিয়েছেন ইউএনও সামিউল আমিন। ২৬ ফেব্রুয়ারি রংপুরের একটি হাসপাতালে জন্ম নেয় হাতীবান্ধার মধ্য গড্ডিমারী গ্রামের শাপলা বেগমের দুই ছেলে ও এক মেয়ে। শাপলা বেগম ওই গ্রামের সাফিউল ইসলামের স্ত্রী। সাফিউল বলেন, আমার সন্তানেরা সুস্থ আছে। তবে স্ত্রী কিছুটা অসুস্থ। তার চিকিৎসা চলছে। মা ও সন্তানদের দেখতে প্রতিদিন আত্মীয়-স্বজনসহ দূর-দূরান্ত থেকে মানুষ আসছে। খবর পেয়ে মা ও শিশুদের দেখতে গেছেন ইউএনও সামিউল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা। ওই সময় তাদের খাবার ও আর্থিক সহযোগিতা দিয়েছেন তারা। ইউএনও জানান, অসুস্থ মায়ের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইউএনও
- তিন সন্তান
- রংপুর জেলা
- লালমনিরহাট