জাসদের নেতৃত্বে ফের ইনু-শিরীন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ০৮:৩৭
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮-২৯ ফেব্রুয়ারি কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক পদে শিরীন আখতার পুনর্নির্বাচিত হয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি, ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্থায়ী কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর কমিটি গঠন করতে অধিবেশনে নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে চূড়ান্ত অনুমোদন হয়।