![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/03/02/parvez-topu-020320-01.jpg/ALTERNATES/w640/parvez-topu-020320-01.jpg)
বন্ধুদের জন্য তপু- সাজ্জাদ এবং ওয়ারফেইজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০৫:৪৬
৯৮ সালে এসএসসি - ২০০০ সালে এইচএসসি। শুধু এইচএসসির হিসাব করলেই আঙুলের কড়ি বলে দেয় কেটে গেছে বিশটি বছর। কিন্তু সেই আবেগ কমেনি। তাই বন্ধুদের এক করতে এবং বন্ধুদের নিয়ে সুরে সুরে সময় কাটানোর জন্য এবার মঞ্চ মাতাবেন রাশেদ উদ্দিন আহমেদ তপু এবং পারভেজ সাজ্জাদ।