বৃত্তাকার রেলপথের সম্ভাব্যতা সমীক্ষার অগ্রগতি ৭০ শতাংশ
বার্তা২৪
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭
ঢাকা শহরের চারপাশ ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ করা হবে। যার প্রাথমিক কাজ হিসেবে এই প্রকল্পের সম্ভাব্য সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার অগ্রগতি হয়েছে প্রায় ৭০ শতাংশ। রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ কমাতে ও যানজট নিরসনে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (২৯ ফেব্রুয়ারি) বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের বিষয়ে জানতে চাইলে এই প্রকল্পের পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী প্রকল্পের অগ্রগতি বিষয়ে বার্তা২৪.কমকে এই তথ্য জানিয়েছেন।