হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমেছে

প্রতিদিনের সংবাদ প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০

হিলিতে ২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি ও দেশি দুই পেঁয়াজের সরবরাহ রয়েছে বাজারে। মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আমদানি করা বার্মার পেঁয়াজ একশ’ টাকা থেকে কমে ৬০ থেকে ৭০ টাকায় যা দুইদিন আগে বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০ টাকা দরে। এছাড়াও ভারতীয় কিছু পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে যা দুইদিন আগে বিক্রি হতো ৮০ টাকা দরে।  পেঁয়াজ কিনতে আসা মাহাবুব আলম ও আতিকুর ইসলাম বলেন, মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ গত কিছু দিন আগে পেয়াজ কিনেছিলাম ৮০ টাকা দরে আজ সেই পিঁয়াজ কিনলাম ৫০ টাকা দরে। দাম কিছুটা কমার কারনে একটু বেশিই কিনলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও