![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/02/online/facebook-thumbnails/Untitled-25-samakal-5e596b392b5e9.jpg)
কৌশলে পুকুর-দিঘি গিলছে সিসিক
সমকাল
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩
এক সময় সিলেট নগরীতে অসংখ্য ছোট-বড় পুকুর ছিল, দিঘি ছিল। এসবের নামে নগরীর বিভিন্ন এলাকার নামকরণও হয়। নগরায়ণের ফলে এলাকার নাম থাকলেও সেই পুকুর-দিঘির সিংহভাগই ভরাট হয়ে গেছে, নির্মাণ করা হয়েছে বাসাবাড়ি।