কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লুঙ্গি পরেই অফিস করেন রেল কর্মকর্তা

সমকাল প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

লুঙ্গি পরেই নিয়মিত অফিস করাসহ নানা অভিযোগ উঠেছে চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্টেশনে গিয়ে দেখা যায়, সহকারী স্টেশনমাস্টারের কক্ষে লুঙ্গি পরেই বসে আছেন স্টেশনমাস্টার মারুফ হোসেন। তিনি ট্রেনের টিকিট বিক্রিসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এ পোশাকেই। এ ছাড়া তার বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত মূল্যে ট্রেনের টিকিট বিক্রি, রেলওয়ের গোডাউন ভাড়া দেওয়া এবং রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণে দায়িত্বে অবহেলার নানা অভিযোগ রয়েছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, মারুফ হোসেন লুঙ্গি পরেই নিয়মিত অফিস করেন। দূরপাল্লার টিকিটে (লাকসাম, চট্টগ্রাম) ২০ থেকে ৫০ টাকা করে বেশি রাখেন। গত কয়েক মাস ধরে রেলের গোডাউন ভাড়া দিয়ে অর্থ আদায় করছেন এবং রেলের জমি চাষের জন্য ইজারা এনে তাতে ঘর নির্মাণ করা হলেও এর বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নেননি।অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে মারুফ হোসেন সংবাদকর্মীদের প্রশ্নে জবাব দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও