পুরোপুরি নতুন গল্পে নির্মিত হবে ‘বাকের ভাই’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘বাকের ভাই’কে এবার দেখা যাবে সেলুলয়েড পর্দায়। বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। এই নাটকের প্রধান চরিত্রটির নাম ছিল ‘বাকের ভাই’। যে চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। ‘বাকের ভাই’ সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটির কাহিনি লিখছেন নাট্যকার মাসুম রেজা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বাকের ভাই’ নামটি নিবন্ধন করেন নির্মাতা। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমাটি প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘পুরোপুরি নতুন গল্পে নির্মিত হবে ‘বাকের ভাই’। কোথাও কেউ নেই-এর গল্পের কিছুই থাকছে না এই সিনেমায়। তবে বাকের ভাই চরিত্রটির বিশেষ কয়েকটি দিক এতে তুলে ধরা হবে।’ আগামী মার্চের শেষের দিকে বাকের ভাই-এর শুটিং শুরু হবে বলে জানা যায়। এর আগে শিল্পী নির্বাচন ও গল্পের কাজ সম্পন্ন হবে।