রেজা হাসমত। চলচ্চিত্র নির্মাতা। প্রয়াত অভিনেতা সালমান শাহ তার পরিচালনায় 'প্রেম পিয়াসী' ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন। ওই ছবির ডাবিংই ছিল সালমানের জীবনের শেষ কাজ। সালমান শাহর মৃত্যু ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে-২৩ বছর পর সালমান শাহ হত্যারহস্য উদ্ঘাটন করল পিবিআই। বিষয়টি কীভাবে দেখছেন?সালমানের মৃত্যুর বিষয়টি নানা পর্যায়ে তদন্ত করতে সময় লেগেছে অনেক বছর। যতটুকু পেরেছি তদন্ত সংস্থাকে সহযোগিতা করেছি। আমাদের নির্মাতাদের দেওয়া তথ্য থেকে অনেক কিছুই তারা প্রকাশ করেছে। সালমানের বাসায় কী হয়েছিল এটা তো আমাদের জানার কথা নয়। এর বাইরেও শাবনূর ও সালমানের স্ত্রী সামিরাকে জড়িয়ে কিছু নতুন কথাও এসেছে। এ কারণে সালমানের মৃত্যু এখনও ধোঁয়াশার মধ্যে আছে।আপনার 'প্রেম পিয়াসী' ছবির ডাবিংই ছিল সালমান-শাবনূরের শেষ কাজ। সেখানে হঠাৎ হাজির হন সালমানের স্ত্রী সামিরা। আসলে সেদিন কী ঘটেছিল ডাবিং রুমে?সামিরা ও সালমানের বাবা ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে এফডিসিতে ডাবিং রুমে একসঙ্গে এসেছিলেন। এসেই সামিরা আমার রুমে ঢোকেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.