ছাত্রলীগ নেতা নাঈম গ্রুপের দখলে দুটি কলেজ, রয়েছে টর্চার সেল
রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ও তার অনুসারীদের কাছে জিম্মি হয়ে রয়েছে রাজশাহী কলেজ। শিক্ষার্থীদের জিম্মি করে অর্থ আদায়, বেপরোয়া চাঁদাবাজি, হোস্টেলে সিট বাণিজ্য, মাদক ব্যবসা ও অসামাজিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ দীর্ঘদিনের। তবে ক্যাম্পাসে মূর্তিমান আতঙ্ক নাঈম গ্রুপের আতঙ্কে কেউ এতদিন মুখ খোলেননি। চাঁদাবাজির মামলায় গত বুধবার গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন নাঈম ও তার এক অনুসারী। নাঈমের বাড়ি নগরীর সিটি কলেজ সংলগ্ন রাজারহাতা এলাকায়। রাজশাহী কলেজ ছাড়াও সিটি কলেজ কেন্দ্রীক অপরাধ রাজ্যের বিস্তার ঘটিয়েছেন তিনি। আশপাশের একাধিক কোচিং সেন্টার থেকে নিয়মিত চাাঁদাও তোলেন নাঈম ও তার অনুসারীরা। সেখানকার একটি কোচিং সেন্টারে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন নাঈম। এ ঘটনার পর তার বিরুদ্ধে মুখ খুলছেন ভুক্তভোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী কলেজের পাশে বাড়ি হওয়ায় বরাবরই বেপরোয়া নাঈম। তার নির্দেশে সব অপকর্ম সম্পাদন করে তারই সেকেন্ড ইন কমান্ড রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসিক দত্ত।