সৌম্য সরকারের বিয়ে আজ

সমকাল প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩

জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার আজ বুধবার মধ্যরাতে বিয়ের পিঁড়িতে বসছেন। খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে একটি বাগানবাড়িতে আয়োজন করা হয়েছে বউভাত অনুষ্ঠানের। দুই হাজার অতিথি এ অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ড পেয়েছেন। বিয়ে উপলক্ষে সৌম্য সরকারের সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব।এদিকে, ২১ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা শহরের মধ্যকাটিয়ার বাড়িতে সৌম্য সরকারের বিয়ের 'আশীর্বাদ' অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে একটি হরিণের চামড়ার ওপর দাঁড়িয়ে ও বসে সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় বিতর্ক। তবে সৌম্য সরকারের পরিবারের পক্ষ থেকে এটিকে পারিবারিক ঐতিহ্য হিসেবে বলা হচ্ছে।বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট হরিণের চামড়া বাড়িতে রাখা এবং এই চামড়ার ওপর দাঁড়িয়ে বা বসে আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়টি অপরাধ কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে। বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক এসএম জহির উদ্দিন আকন বলেন, 'আমরা তদন্ত শুরু করেছি। ছবি দেখেই প্রাথমিক সত্যতা পেয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।' সাংবাদিকদের তিনি বলেন, যদি সৌম্যর পরিবার চামড়া রাখার পক্ষে লাইন্সেন্স দেখাতে পারে, তবে তা বৈধ হিসেবে গণ্য হবে। বন্যপ্রাণী রক্ষায় কাজ করে সেভ ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণীর কোনো দেহের অংশবিশেষ রাখার জন্য তাদের মাধ্যমে লাইসেন্স নিতে হয়।এদিকে চামড়াটি হরিণের স্বীকার করে সৌম্য সরকারের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, 'হরিণের চামড়াটি সৌম্যর দাদার কাছ থেকে পাওয়া। সেখান থেকে আমাদের বাসায় রয়েছে পারিবারিক ঐতিহ্য হিসেবে। সৌম্যের আশীর্বাদের আসন হিসেবে ব্যবহার করা হয়েছে চামড়াটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও