![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020February/sm/Tiger-Bating-240220-69_Bn2420200224225557.jpg)
ট্রিপল সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া হয়েছে মুশফিকের
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৬
জিম্বাবুয়ের বিপক্ষে একামাত্র টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করে বেশ উচ্ছসিত তিনি। তবে আরও একটু সময় পেলে ট্রিপল সেঞ্চুরির দেখা পেতেন বলে জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
- ট্যাগ:
- খেলা
- ট্রিপল সেঞ্চুরি
- ক্রিস গেইল
- তামিম ইকবাল