![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F24%2Fdhaka-aqi.jpg%3Fitok%3DnIqO9I31)
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা
এনটিভি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার সকালে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এই শহরের বাসিন্দারা। সকাল ৮টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৩০৬, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাতে কিছুটা উন্নতি হয়। ১১টা ৪০ মিনিটে দেখা যায় ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চলে যায় ঢাকা। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীর্ষে বাংলাদেশ
- বায়ুদূষণ
- ঢাকা