‘আইডিয়া চুরি’ করে কিয়ারার ছবি তুলেছেন ডাব্বু
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩
এবছর ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শুটে চোখ ধাঁধানো অবতারে দেখা দিয়ে নেটদুনিয়ায় দারুণ আলোচিত-সমালোচিত হয়েছেন ‘কবির সিং’খ্যাত অভিনেত্রী কিয়ারা আদবাণী। এবার ফটোগ্রাফারকে নিয়েও শুরু উন্মাদনা। তার বিরুদ্ধে অভিযোগ, অন্য ফটোগ্রাফারের আইডিয়া চুরি করে কিয়ারার ছবি তুলেছেন তিনি।